লক্ষ্মীপুরের ০৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের ০২ ওয়ার্ড গোপালপুর পুর্ব মাগুরী, জোড়পোলের পুর্ব পাশে আনোয়ার হোসেনের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধদের রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।
তিনি অগিদগ্ধদের শয্যাপাশে বেশ কিছু সময় অবস্থান করেন, তাদের শরীর-স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং আহতদের স্বজনদের সাথে একান্তে কথা বলেন। মহানগরী সেক্রেটারি স্বজনদের সান্তনা প্রদান করেন এবং তাদেরকে বিপদে ধৈর্য্য ধারনের পরামর্শ দেন। তিনি আহতদের সুচিকিৎসার জন্য নগদ আর্থিক সহযোগিতাও প্রদান করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চন্দ্রগঞ্জ ফোরামের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি হুমায়ন কবির এবং ঢাকাস্থ উত্তর জয়পুর ইউনিয়ন ফোরাম সেক্রেটারি মোশাররফ হোসেন প্রমূখ।
তিনি উপস্থিত স্বজনদের উদ্দেশে বলেন, যেকোন মৃত্যু বেদানাদায়ক ও শোকাবহ। লক্ষ্মীপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা খুবই দুঃখিত ও মর্মাহত। তবে ঘটনাটি দুর্ঘটনা কি না তা নিয়ে ইতোমধ্যেই সন্দেহ-সংশয়ের সৃষ্টি হয়েছে। তাই ঘটনা তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা দরকার। তিনি অগ্নিদগ্ধ হয়ে নিহত আনিকা আক্তারের শাহাদাত কবুল ও আহতদের দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন এবং আহতদের চিকিৎসার সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর পূর্ব মাগুরী গ্রামে বসত ঘরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে আনিকা আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়। এসময় তার মা জোৎনা বেগম (৪০) ও ছোট ভাই রোকন মাহমুদ (৯) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত। অগ্নিদগ্ধ মা-ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।