লক্ষ্মীপুর ফোরাম ঢাকা এর সাবেক সভাপতি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর সাবেক পরিচালক, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ১৯৭০সালের জাতীয় নির্বাচনে প্রাদেশিক পরিষদ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর ফজলে আজিম আজ ভোর ৫ টায় ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ও লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.মুহাম্মদ রেজাউল করিম।
তিনি শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং বলেন, আল্লাহ তায়ালা মরহুমের ভূলত্রুটিগুলো ক্ষমা করে দিন এবং তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন, আমীন।