লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনের (২০২৩-২৪) ঘোষিত ফলাফলে জাতীয়তাবাদী ও ইসলামী প্যানেলের সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, পাঠাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, অডিটর ও সদস্য ৩ জন সহ নিরঙ্কুশ বিজয় অর্জন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক অভিনন্দন বার্তায় ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা, আইনের শাসন ও সুবিচার প্রতিষ্ঠা এবং আইনজীবীদের অধিকার সংরক্ষণে আইনজীবী সমিতির ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাৎপর্যপূর্ণ ও মর্যাদা রক্ষার এ নির্বাচনে জাতীয়তাবাদী ও ইসলামী প্যানেলের বিজয় অর্জন করার মধ্য দিয়ে সে প্রচেষ্টা আরও একধাপ এগিয়ে গেলো। তিনি নির্বাচিতসহ সংশ্লিষ্ট সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সবার প্রতি আহ্বান জানান। মহানগরী সেক্রেটারি দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের সর্বাঙ্গীন সাফল্যও কামনা করেন।