আসন্ন ঈদকে সমাজের অধিকারহারা ও সুবিধাবঞ্চিত মানুষ সহ সকল শ্রেণির মানুষের জন্য আনন্দঘন ও উৎসবমূখর করতে সমাজের বিত্তবান, সক্ষম ও হৃদয়বান মানুষকে মুক্ত হস্তে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
তিনি আজ বিকাল ৪টায় রাজধানীর তেজগাঁও এর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তেজগাঁও থানা দক্ষিণ আয়োজিত স্থানীয় সুবিধা বঞ্চিতদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমেদির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকার। আরো উপস্থিত ছিলেন থানা অফিস সম্পাদক ডা. সৈয়দ তৌফিকুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ড. এম আর করিম বলেন, জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী, আদর্শিক ও সাংবিধানিক রাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী গণমানুষের মুক্তি, সমাজ উন্নয়ন ও আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির যেকোন ক্রান্তিকালে জামায়াত জনগণের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। মূলত, জামায়াতে ইসলামী কুরআনের সুন্নাহের আদর্শের ভিত্তিতে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়। আর দেশে কুরআনের রাজ কায়েম হলে রাষ্ট্রই নাগরিকের সকল অধিকারের নিশ্চয়তা প্রদান করবে। তিনি সেই স্বপ্নের ও শান্তির সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান।
তিনি বলেন, আর্ত-মানবতার কল্যাণই ইসলামের মূল আদর্শ। তাই মানুষের কল্যাণকামীতার অংশ হিসাবে পবিত্র মাহে আমরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করছি। এতে কেউ ন্যুনতম উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো। মহানগরী সেক্রেটারি সমাজের বিপন্ন মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে আসার জন্য সমাজের দলীয় নেতাকর্মীদের একযোগে এগিয়ে আসার আহবান জানান।