লক্ষীপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, সদর আসনের সাবেক সংসদ সদস্য, লক্ষীপুর মা ও শিশু হসপিটালের চেয়ারম্যান, জাতীয় পার্টির প্রবীণ নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ উল্লাহ মিয়া (৭৮) সড়ক দুর্ঘটনায় ইন্তিকাল করেছেন-
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মোহাম্মদ উল্লাহ মিয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকবাণী প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও লক্ষীপু সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক শোকবাণী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘মোহাম্মদ উল্লা মিয়ার মৃত্যুতে আমরা একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজ সেবককে হারালাম। তিনি দীর্ঘদিন ধরে জনকল্যাণে নিয়োজিত ছিলেন এবং তিনি গণমানুষের কল্যাণে জীবনের শেষদিন পর্যন্ত নিরলসভাবে কাজ করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনআমাদের শ্রদ্ধেয় এ নেতাকে জান্নাতুল ফেরদাউসের উচুঁ মাকাম দান করুন এবং শোকাহত পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী, বন্ধু, আত্মীয়-স্বজন সবাইকে
ধৈর্য্য ধারণ করার তাওফিক দিন, আমিন’!