গতকাল (১০ অক্টোবর) মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব, সাবেক এমপি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক রাজধানীর ধানমন্ডি বাসার দরজা ভেঙে তুলে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি, লক্ষিপুরের গণমানুষের নেতা ড.মুহাম্মদ রেজাউল করিম।
এক বিবৃতিতে ড.মু.রেজাউল করিম বলেন, গণবিচ্ছিন্ন সরকার এখন ক্ষমতা হারানোর ভয়ে উম্মাদ ও অস্থির হয়ে উঠেছে। তারা বিরোধী দলের চলমান আন্দোলনকে দমন ও ভিন্নখাতে প্রবাহের জন্য ভিন্নমতের ওপর জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তারা রাজধানী ঢাকা সহ সারাদেশেই বিরোধী দলের নেতা-কর্মীদের গণগ্রেফতার, হামলা ও মামলা অব্যাহত রেখেছে। সে ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব, সাবেক এমপি শহীদ উদ্দীন চৌধুরী এনিকে বাসার দরজা ভেঙে গ্রেফতার করে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে কোর্টে চালান দেওয়া হয়েছে। যা সরকারের ফ্যাসীবাদী ও বাকশালী মানসিকতার পরিচয় বহন করে।
মহানগরী সেক্রেটারি সরকারের এমন অগণতান্ত্রিক ও স্বৈরাচারি আচরণের তীব নিন্দা ও প্রতিবাদ জানান এবং শহীদ উদ্দীন চৌধুরী বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার আহবান জানান।