প্রান্তিক জনগোষ্ঠী এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষ সহ এতিম ও অসহায় শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে ঈদকে অর্থবহ ও সর্বজনীন করে তোলার জন্য সমাজের সক্ষম ও বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
তিনি আজ সকালে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা থানা পশ্চিম আয়োজিত স্থানীয় এতিম ও অসহায় শিশুদের মধ্যে ঈদ সামগ্রীসহ ঈদের নতুন জামা-কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও থানা আমীর মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও ওলামা ওয়ার্ড সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান আজহারীর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মোঃ ফিরোজ আলম, ওয়ার্ড সহ-সভাপতি আব্দুর রউফ ও জামায়াত নেতা আব্দুল্লাহ হোসেন প্রমূখ। ২৫ জন গরীব-অসহায় ছেলে-মেয়েদের মাঝে ঈদ সামগ্রীসহ নতুন জামা-কাপড় বিতরণ করা হয়।
ড. রেজাউল করিম বলেন, ইসলাম আমাদেরকে পরস্পর সহানুভূতিশীল ও বন্ধুভাবাপন্ন হওয়ার শিক্ষা দেয়। একই সাথে আল্লাহ তা’য়ালা এতিম ও অসহায় প্রতি সদাচারণ করার নির্দেশ দিয়েছেন।
মহানগরী সেক্রেটারি বলেন, আর্ত-মানবতার কল্যাণই ইসলামের মূল আদর্শ। আর জামায়াতে ইসলামী একটি গণমুখী, কল্যাণকামী, গণতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক দল। তাই মানুষের কল্যাণকামীতার অংশ হিসাবে আজ আমরা এতিম ও অসহায় শিশুদের মধ্যে ঈদ সামগ্রী সহ ঈদের নতুন জামা-কাপড় বিতরণ করছি। যাতে এসব প্রান্তিক শিশুরাও ঈদের আনন্দে উদ্বেলিত হতে হবে পারে। মহানগরী সেক্রেটারি সবার জন্য ঈদকে আনন্দঘন করতে এগিয়ে আসার জন্য সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান।